Country

1 day ago

Malegaon Blast Case: মালেগাঁও বিস্ফোরণ মামলায় রায়দান বৃহস্পতিবার

Malegaon Blast Case
Malegaon Blast Case

 

মুম্বই, ৩১ জুলাই : ১৭ বছর পরে বৃহস্পতিবার মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করবে মুম্বইয়ের বিশেষ আদালত। ২৯ সেপ্টেম্বর ২০০৮। মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ের সংখ্যালঘু প্রধান ভিকু চক। চেনা ব্যস্ততাকে ছিন্নভিন্ন করে বাইক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মৃত্যু হয় ৬ জনের। আহত ১০১। মাঝে কেটে গিয়েছে ১৭ বছর। বৃহস্পতিবার সেই মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় ঘোষণা। চলতি বছরের ১৯ এপ্রিল এই মামলার সওয়াল-জবাব শেষ হয়েছে। তারপর রায়দান স্থগিত রেখেছিলেন বিশেষ বিচারক এ কে লাহোতি। এদিন মুম্বইয়ের ওই বিশেষ আদালতে ভাগ্য নির্ধারণ হবে প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর (অবসরপ্রাপ্ত) রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর ও সুধকর দ্বিবেদীরও।

You might also like!