দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশমাতৃকার স্বাধীনতার লক্ষ্যে ইংরেজ শাসনের বিরুদ্ধে অদম্য সাহস দেখিয়ে হাসিমুখে ফাঁসিকাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। মাত্র উনিশ বছর বয়সে শহিদ হয়েছিলেন বাংলার মাটি, বাঙালির ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র — ক্ষুদিরাম বসু। ১৯০৮ সালের ১১ আগস্ট, মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয় তাঁর। আজ সেই বীর শহিদের প্রয়াণ দিবস। দিনটি বাংলা তো বটেই, স্বাধীন ভারতের প্রতিটি দেশপ্রেমিকের কাছে গভীর শোকের।
প্রয়াণ দিবসে বীর বিপ্লবীর আত্মত্যাগের কথা স্মরণ করে সোমবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, বাংলার এই মহৎ সন্তান তাঁর অটল দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামী চেতনার মাধ্যমে স্বাধীনতার ইতিহাসে অমর হয়ে রয়েছেন। ক্ষুদিরামের মতো দেশপ্রেমিকের অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে।
সোমবার নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের ফাঁসির কথা স্মরণ করতে গিয়ে অবিস্মরণীয় গানটির কথা লিখেছেন –
“একবার বিদায় দে মা ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী”
বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।”
এরপরই সেই পোস্টে বলিউড সিনেমা ‘কেশরী চ্যাপ্টার ২’-তে শহিদ বঙ্গসন্তান ক্ষুদিরাম বসুকে নিয়ে ভুল তথ্যের প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ”একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে ‘সিং’ বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য! আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি।”
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ”ক্ষুদিরাম বসুর জন্মস্মৃতি বিজড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের আরো বেশি উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি করেছি। এছাড়া মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন থেকে শুরু করে পাঠাগার সংস্কার, নতুন একটি সুবিশাল অডিটোরিয়াম, কনফারেন্স রুম – সবই করা হয়েছে। একটি মুক্তমঞ্চও করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে আধুনিক কটেজ, ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবন করা হয়েছে। পুরো এলাকাটাকে আলো দিয়ে সাজানোও হয়েছে। শুধু তাঁর জন্মস্থান মেদিনীপুরেই নয়, এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামও আমরা ওনার নামে রেখেছি। আমরা গর্বিত।”
"একবার বিদায় দে মা ঘুরে আসি
— Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2025
হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী"
বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।
একটা কথা লিখি। সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে 'সিং' বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ…