kolkata

6 hours ago

Suvendu vs Trinamool:“তৃণমূলের হুমকি সংস্কৃতির 'উজ্জ্বল' নিদর্শন”, অডিও ক্লিপিং-সহ কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari audio clip
Suvendu Adhikari audio clip

 

কলকাতা, ৭ আগস্ট, : “এখানে আইনের শাসন নয় শাসকের আইন চলে”। এই ভাষায় অডিও ক্লিপিং-সহ কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার এক্সবার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, “কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকার বিশিষ্ট তৃণমূল 'হার্মাদ' নেতা; শ্রী ধরনীকান্ত বর্মণ মহাশয়ের নাম আমার ওপর আক্রমণের অভিযোগ পত্রের অভিযুক্তদের তালিকার ১১ নম্বরে রয়েছে।

তাই গাত্রদাহ মেটাতে উনি কোচবিহার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মণকে নির্দ্বিধায় হুমকি দিচ্ছেন।

এটাই তৃণমূলের সংস্কৃতি, এখানে আইনের শাসন নয় শাসকের আইন চলে, তাই কালক্রমে যদি কোনো শাসক নেতা আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন তাহলে তাঁরা বিভ্রান্ত হয়ে ধরাকে সরা জ্ঞান করেন।”

You might also like!