kolkata

6 hours ago

Sukanta Majumdar tribute: অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

Abanindranath Tagore
Abanindranath Tagore

 

কলকাতা, ৭ আগস্ট : “কালজয়ী চিত্রশিল্পী এবং লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে জানাই আমার শ্রদ্ধার্ঘ্য এবং প্রণাম।” বৃহস্পতিবার এভাবে প্রয়াত লেখককে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্সবার্তায় সুকান্তবাবু লিখেছেন, “তাঁর সৃষ্টি আজও বাঙালির হৃদয়ে গভীর ছাপ রেখে চলেছে। ভারতীয় চিত্রকলার নবজাগরণে তাঁর অবদান চিরস্মরণীয়।” প্রসঙ্গত, অবনীন্দ্রনাথ ঠাকুর (৭ই আগস্ট, ১৮৭১ — ৫ই ডিসেম্বর, ১৯৫১) খ্যাতিমান চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক৷ প্রকাশিত গ্রন্থসংখ্যা আনুমানিক ছাব্বিশ৷ গল্প কবিতা চিঠিপত্র শিল্প আলোচনা যাত্রাপালা পুথি স্মৃতিকথা সব মিলিয়ে প্রকাশিত রচনা সংখ্যা প্রায় তিনশ সত্তরটি৷ পিতৃব্য রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় লেখালেখির সূত্রপাত৷ কবিগুরু ‘বাল্য গ্রন্থাবলী’র কর্মসুচী শুরুর প্রাক্কালে বলেছিলেন, “ছোটদের পড়বার মত বই বাংলাভাষায় বিশেষ নেই। এ অভাব আমাদের ঘোচাতে হবে। তুমি লেখ।”

You might also like!