kolkata

2 hours ago

Ganja seized in Barrackpore: ব্যারাকপুরে ৫৩.৫০ কেজি গাঁজা বাজেয়াপ্ত, ধৃত দুই পাচারকারী

Ganja seized in Barrackpore
Ganja seized in Barrackpore

 

কলকাতা, ৭ আগস্ট  : ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে মাদক পাচারের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন, বুধবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে, মাদকদ্রব্য বিভাগ (ডিডি), ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং নগরবাজার থানার একটি যৌথ দল নয়াপট্টি রোডের জলের ট্যাঙ্কের কাছে একটি সন্দেহজনক গাড়িতে অভিযান চালায়। ওই এলাকায় অবৈধভাবে গাঁজা পরিবহন করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল আগেই। পুলিশ তৎপরতা দেখিয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং একটি গাড়ি থামানো হয়। তল্লাশি চালিয়ে, গাড়িটি থেকে প্রায় ৫৩.৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যাদের নাম সুব্রত দে এবং সুরজিৎ বিশ্বাস।

ধৃত সুব্রত দে-র বয়স ৬০ বছর এবং তিনি কোচবিহারের সুভাষ পল্লী এলাকার বাসিন্দা। অন্যদিকে, ৩৪ বছর বয়সী সুরজিৎ বিশ্বাস নদীয়া জেলার চাকদহ থানা এলাকার সান্যাল চর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয় অভিযুক্তই গাঁজা পাচারের কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া মাদক ও গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ এই ঘটনায় নাগেরবাজার থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে। সমস্ত আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, উভয় অভিযুক্তকেই আদালতে হাজির করা হবে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে, যাতে চোরাচালানের সাথে সম্পর্কিত পুরো নেটওয়ার্কটি খুঁজে বের করা যায়। পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, মাদক পাচারের বিষয়ে জিরো টলারেন্স নীতির অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামী দিনে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

You might also like!