kolkata

3 hours ago

Mamata pays tribute to Tagore: বিশ্বকবির প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা

Rabindranath Tagore
Rabindranath Tagore

 

কলকাতা, ৭ আগস্ট : প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক্স হ্যান্ডেলে এই নিয়ে এক বার্তায় তিনি বলেন - আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বছরের প্রতিটি দিনে, প্রতিটি মুহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। বিশেষত, আজ শুধু বাংলা ভাষা বলার জন্য বাঙালির ওপর যখন সন্ত্রাস নেমে আসছে, তখন তিনিই আমাদের লড়াই করার প্রেরণা। রবীন্দ্রনাথ বাংলা ভাষার সর্বকালীন শ্রেষ্ঠ প্রতিভা। আজ যখন তাঁর ভাষার ওপর আক্রমণ নেমেছে, তখন আমরা দুঃখিত, ব্যথিত, মর্মাহত। "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির", সেই ভারতের নির্মাণে রবীন্দ্রনাথ আমাদের ধ্রুবতারা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে তাঁকে প্রণাম জানিয়ে, আমরা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। যতদিন এই বাংলা - বিদ্বেষ চলবে - আমরা লড়াই চালিয়ে যাবো। আর এই লড়াইয়ের পথে রবীন্দ্রনাথই আমাদের পথ নির্দেশক। আজ আমাদের নতুন করে শপথ নেবার দিন - 'বাংলার ওপর ভাষা সন্ত্রাস মানবো না'।

You might also like!