কলকাতা, ৭ আগস্ট : মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলা ভাষার উপর আক্রমণের ধুয়ো’কে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “‘বাঙালির উপর নির্যাতন' - এই ধুয়োর দম শেষ। কারণ পশ্চিমবঙ্গের মানুষ একটা ফোন করে প্রবাসী আত্মীয়-বন্ধুবান্ধবের কাছ থেকে জেনে নিচ্ছেন যে এগুলো সম্পূর্ণ বাজে কথা। বাংলাদেশীদের গ্রেপ্তার অবশ্য হচ্ছে। সে তো হবেই, মমতার সাধ্য নেই তা রোখেন। এখন মমতা গিয়ার চেঞ্জ করে ‘বাংলা ভাষার উপর আক্রমণ’ - এর ধুয়ো তুলতে চাইছেন। এর আয়ু আরো কম হবে।”
‘বাঙালির উপর নির্যাতন' - এই ধুয়োর দম শেষ।কারণ পশ্চিমবঙ্গের মানুষ একটা ফোন করে প্রবাসী আত্মীয়-বন্ধুবান্ধবের কাছ থেকে জেনে নিচ্ছেন যে এগুলো সম্পূর্ণ বাজে কথা।
— Tathagata Roy (@tathagata2) August 7, 2025
বাংলাদেশীদের গ্রেপ্তার অবশ্য হচ্ছে। সে তো হবেই, মমতার সাধ্য নেই তা রোখেন।
এখন মমতা গিয়ার চেঞ্জ করে ‘বাংলা ভাষার উপর…