Entertainment

2 days ago

Bengali serial gossip:চাদরের তলায় দিতিপ্রিয়ার পাশে জীতু, ছবি ঘিরে জল্পনা! গুঞ্জনে বিরক্ত নায়ক, জানালেন অনুরোধ

Jeetu Ditipriya viral photo
Jeetu Ditipriya viral photo

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। ছবিটি আসলে নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর প্রচারের জন্য তৈরি হলেও, তা ঘিরে তৈরি হয়েছে একাধিক জল্পনা।

এই নতুন ধারাবাহিকে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়। দর্শক ইতিমধ্যেই তাঁদের রসায়নে মুগ্ধ, মাত্র এক মাসেই এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে ভক্তদের উৎসাহ। কিন্তু পর্দার বাইরের ছবিটা কি একেবারে আলাদা?

অন্দরের খবর বলছে, শুটিং ফ্লোরে নাকি একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ তাঁদের। এমনকি মুখ দেখাদেখিও নাকি প্রায় নেই। এই ‘ঠান্ডা সম্পর্ক’-এর কারণ নিয়ে চলছে নানা গুঞ্জন—কেউ বলছেন পেশাগত মতবিরোধ, কেউ বলছেন ব্যক্তিগত অস্বস্তি।

তবে প্রশ্ন উঠছে, পর্দায় যেখানে তাঁদের সম্পর্ক এত সাবলীল, বাস্তবে সেই সম্পর্ক এত দূরত্বে কেন? আসলেই কি শুধুই ‘প্রচারমূলক স্টান্ট’, নাকি কোথাও কিছু সত্যি লুকিয়ে রয়েছে?

গুঞ্জন, সবটাই নাকি জীতুর ভাগ করে নেওয়া একটি ছবির কারণে! টলিপাড়ার অন্দরের খবর, ধারাবাহিকের প্রচারের স্বার্থে নায়ক তাঁর আর নায়িকার একটি ছবি ভাগ করেছিলেন। যেখানে দিতিপ্রিয়ার গায়ে চাদর জড়ানো। এই ছবির নাকি ভুল ব্যাখ্যা হয়েছে। কটাক্ষের শিকার নায়িকা। যে কারণে তিনি মানসিক দিক থেকে বিপর্যস্ত। এবং তাঁদের মধ্যে দূরত্ব তৈরি। যা জেনে সঙ্গে সঙ্গে জীতু তাঁর সমাজমাধ্যম থেকে সেই ছবি সরিয়ে নেন।

এর পরেই মঙ্গলবার আচমকা সরাসরি সম্প্রচারে জীতু। সেখানে তিনি সাফ জানিয়েছেন, দিতিপ্রিয়ার নামে ভুল খবর ছড়ানো হচ্ছে। তাঁর নায়িকা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। নায়কের তাই আন্তরিক অনুরোধ, “দিতিপ্রিয়া অত্যন্ত প্রতিভাবান। বয়সে অনেক বড় হয়েও ওকে আমি শ্রদ্ধা করি। ভুল খবর ছড়িয়ে দয়া করে ওকে দমিয়ে দেবেন না। দিতিপ্রিয়ার সঙ্গে আমার কোনও সমস্যা নেই।”

জীতুর লাইভে আসার পর তাঁর অনুরাগীরা আরও কৌতূহলী। কী এমন হল যে, নায়ককে লাইভে আসতে হল!

সে কথাও তিনি জানিয়েছেন। জীতুর কথায়, “নিজের নামে অকারণ গুঞ্জন শুনে মুখ ছোট হয়ে যাচ্ছে মেয়েটার। আমাদের উচিত, ওর মতো প্রতিভাকে এগিয়ে দেওয়া। যাতে নিজেকে আরও ভাল ভাবে মেলে ধরতে পারে।” নায়ক এই অনুরোধই সরাসরি সম্প্রচারে এসে জানিয়েছেন। তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই, এ কথাও একাধিক বার উল্লেখ করেছেন। তাঁর মতে, পৃথিবীতে ভাল-খারাপ দুই-ই আছে। জীতু মনে করেন, ভাল-র সংখ্যাই বেশি। তাই এই পৃথিবী, তাঁর দেশ এত সুন্দর।


You might also like!