কলকাতা, ১১ আগস্ট : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলি। বিরোধীদের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেছেন, রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের কোনও কাজ নেই। সোমবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, "নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যে সমস্ত অভিযোগ করছে, তা ভুল প্রমাণিত হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার তাদের প্রচেষ্টা নতুন নয়; তারা আগেও এমনটা করেছে।"
তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেছেন, "সমগ্র দেশ দেখছে বাংলার পুলিশ স্টেশনগুলি কেমন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে প্রতারণার সঙ্গে জড়িতরা তৃণমূল কংগ্রেসের নেতা এবং তারাই বাংলার প্রতিনিধিত্ব করছে।" উদ্বেগ প্রকাশ করে দিলীপ বলেছেন, "বাংলাদেশ সীমান্তবর্তী প্রায় ৮-১০টি জেলায় হঠাৎ করে ভোটারের সংখ্যা বেড়ে গেছে। ভোটার সংখ্যা ২৫% বেড়ে ৩৫% হয়েছে। এরা সবাই বাংলাদেশি ভোটার। তৃণমূল নেতারা তাদের স্বাগত জানানো, টাকা নেওয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজে জড়িত।"