Country

13 hours ago

Bihar politics 2025:নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু অসঙ্গতি রয়েছে : তেজস্বী যাদব

Bihar politics 2025
Bihar politics 2025

 

পাটনা, ৫ আগস্ট : নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। দু'টি ভোটার কার্ডের বিষয়ে নির্বাচন কমিশনের নোটিশ প্রসঙ্গে মঙ্গলবার আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "উত্তর দেওয়া হবে। তাতে বড় ব্যাপারটা কী? নির্বাচন কমিশনের উচিত আমাদের জানাতে হবে, কতজন ভোটার বাদ পড়েছেন। একই পরিবারের ৫০ জনের নাম যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই রকম বেশ কিছু অসঙ্গতি রয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছেও এটি পাঠাবো এবং আদালতের সামনে আমাদের পক্ষ উপস্থাপন করবো।"

বিহারে বাস্তবায়িত হতে যাওয়া আবাসিক নীতি সম্পর্কে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "আমরা অনেক আগেই আবাসিক নীতি নিয়ে কথা বলেছিলাম এবং স্পষ্টভাবে বলেছিলাম যে, আমাদের সরকার এলে আমরা তা বাস্তবায়ন করব। তেজস্বী এখন যা বলছেন, তারা কেবল আমাদের প্রস্তাবিত নীতি অনুসরণ করছে। তাদের নিজস্ব কোনও দৃষ্টিভঙ্গি বা রোডম্যাপ নেই।" আরজেডি-র "ভোট অধিকার যাত্রা" স্থগিত করার বিষয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "শিবু সোরেনের মৃত্যুর পর, সময়সূচীতে পরিবর্তন এসেছে, তবে যাত্রার নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।"


You might also like!