Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Entertainment

2 hours ago

Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’

dev adhikari and subhashree ganguly and raj chakraborty
dev adhikari and subhashree ganguly and raj chakraborty

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বিচ্ছেদের পরই নতুন সম্পর্কে জড়িয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এর আগে তাঁর বিয়ে হয়েছিল অভিনেত্রী শতাব্দী মিত্রের সঙ্গে, তবে বহু বছর আগে সেই সম্পর্কের ইতি টেনেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক এই ঘটনার পর রাজের প্রাক্তন স্ত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে শতাব্দী লিখেছেন, “কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এমনই লেগেছিল, হুবহু একইভাবে। বুঝলি তো? ইতিহাস আবারও ফিরে এল। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমার খুব চেনা, ঠিক একই পথ ধরে।”

একদিকে প্রাক্তন স্ত্রীর খোঁচা, অন্যদিকে নজরুল মঞ্চে ছিল ‘ধুমকেতু’- র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর থেকেই দেব ও শুভশ্রীর বর্তমান পার্টনার- রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে (Raj Chakroborty) নিয়ে একাধিক মিম ভাইরাল হয়েছে। এই ঘটনায় রাজের অনুভূতি নিয়ে প্রশ্ন উঠতেই পরিচালক- প্রযোজক তথা বিধায়ক সাফ জানালেন, “আমি সাপোর্ট করব না তো কে করবে? আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। বাংলা যে কোনও ছবিকেই আমি সাপোর্ট করি। কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, এতটা পরিশ্রম করতে হয় তার সঙ্গে অনেক স্টেক লেগে থাকে। আমি চাই সব বাংলা সিনেমা, আসলে সব সিনেমাই, যে কোনও সৃজনশীল কাজ সফল হোক। বিশেষ করে বাংলা সিনেমার কথা বলতে পারি, যেহেতু আমি বাংলা সিনেমা বানাই।”

ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়! পেশাদারিত্বের খাতিরে হলেও প্রাক্তনের উপস্থিতিতে সাজানো সংসারে ফাটল ধরার প্রসঙ্গ উঠতেই রাজের দাবি, “আমি বেশি করে সাপোর্ট করব এই ছবিটাকে (Film)। আরও একটা কারণ তো আছেই সাপোর্ট করার। কারণ আবার বউ রয়েছে এখানে। আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি। অন্ধের মতো সাপোর্ট করি। ওকে এগিয়ে দিই। ভালোবাসি, এটা তো করতেই হবে। তাছাড়া আমি মনে করি একটা পরিবারে সন্তানকে সবচেয়ে বেশি আগলে রাখে তার মা। কিন্তু লক্ষ্য করলে বোঝা যাবে, সন্তানের সঙ্গে বাবার কোনও মতানৈক্য হলে, তখন কিন্তু বাবাকে সমর্থন করেন মা। আমি তো ভাবতেই পারি না, আমার কোনও দিন বিচ্ছেদ হবে! ভাবতেই পারি না, যে ইউভান-ইয়ালিনির মা-বাবা কোনও দিন আলাদা থাকবে! তার জন্য যা যা করতে হয়, আমি সব করতে রাজি।”

You might also like!