দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন সিরিজ ‘মিশন ইমপসিবল’-এর অষ্টম অধ্যায় ‘Mission Impossible: The Final Reckoning’ এবার থিয়েটার থেকে ঘরে পৌঁছে গেল ডিজিটাল মাধ্যমে। দর্শকরা যারা প্রেক্ষাগৃহে গিয়ে এই রোমাঞ্চকর যাত্রার সাক্ষী হতে পারেননি, এবার তাদের জন্যই অনলাইন প্ল্যাটফর্মে হাজির হয়েছে টম ক্রুজ অভিনীত ছবিটি।
চলচ্চিত্রটি ২০২৫ সালের মে মাসে ভারতে মুক্তি পেয়েছিল ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়্যারি। দীর্ঘ প্রায় তিন দশক ধরে চলা এই ফ্র্যাঞ্চাইজিতে টম ক্রুজ আবারও ফিরেছেন কিংবদন্তি চরিত্র ইথান হান্ট হিসেবে। কাহিনির কেন্দ্রে রয়েছে এক ভয়ঙ্কর কৃত্রিম বুদ্ধিমত্তা—‘দ্য এনটিটি’। বিশ্ব ধ্বংসের দ্বারপ্রান্তে, আর সেই বিপদ ঠেকাতেই ময়দানে নামে ইথান হান্ট। গোটা ছবিজুড়ে ছড়িয়ে রয়েছে শ্বাসরুদ্ধকর স্টান্ট, দমবন্ধ করা অ্যাকশন এবং আবেগঘন বিদায়ী লড়াই।
ডিজিটাল মুক্তি শুরু হয়েছে ১৯শে আগস্ট থেকে। দর্শকরা এখন এটি অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি, ইউটিউব ও ফ্যান্ড্যাঙ্গো অ্যাট হোম-এর মতো প্ল্যাটফর্মে ভাড়া বা ক্রয়ের মাধ্যমে দেখতে পারবেন। রেন্টাল মূল্য প্রায় ১৪.৯৯ ডলার এবং পূর্ণ ক্রয়ের দাম প্রায় ১৯.৯৯ ডলার। ক্রয় করা সংস্করণে শুধু ছবিই নয়, সঙ্গে থাকছে এক্সক্লুসিভ বোনাস কনটেন্টও। এর মধ্যে রয়েছে ডিলিটেড সিন, বিশেষ ফিচার, টম ক্রুজ ও পরিচালকের কমেন্টারি ট্র্যাক, এমনকি ছবির আইকনিক স্টান্টগুলির শুটিং প্রক্রিয়ার অন্তরালের ভিডিও।
অক্টোবর মাসে ছবিটি আসছে ৪কে আল্ট্রা এইচডি(4K Ultra HD), ব্লু-রে(Blu-ray) এবং ডিভিডি(DVD) সংস্করণে। এগুলিতে যুক্ত থাকবে আরও সমৃদ্ধ বোনাস ফিচার, ডিরেক্টরের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, স্টান্টের টেকনিক্যাল ব্যাখ্যা এবং দর্শকদের জন্য নতুন কিছু দৃশ্য। যারা ছবিটি নিজেদের সংগ্রহে রাখতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে বিশেষ উপহার হতে চলেছে। তবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সরাসরি প্রদর্শনের জন্য এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে ছবিটি আসবে সম্ভবত ডিসেম্বরের শুরুতে, ধারণা করা হচ্ছে ৫ই ডিসেম্বর। পূর্ববর্তী কিস্তি ‘ডেড রেকনিং: পার্ট ওয়ান’-ও একইভাবে মুক্তির কয়েক মাস পর স্ট্রিমিং-এ এসেছিল।
সব মিলিয়ে বলা যায়, ‘Mission Impossible: The Final Reckoning’ কেবলমাত্র এক সিনেমা নয়, এটি যেন ইথান হান্ট নামক চরিত্রের প্রতি এক মহাকাব্যিক বিদায়। প্রেক্ষাগৃহে যারা ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন, তারা এবার ঘরে বসে আবার উপভোগ করতে পারবেন। আর যারা প্রথমবারের মতো ছবিটি দেখবেন, তাদের জন্য অপেক্ষা করছে টম ক্রুজের শেষ মিশনের রোমাঞ্চকর অভিজ্ঞতা।