Country

1 month ago

Kishtwar rain alert:কিশতওয়ারে পুরোদমে চলছে অনুসন্ধান, ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি

Jammu Kashmir heavy rain
Jammu Kashmir heavy rain

 

কিশতওয়ার, ১৭ আগস্ট : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মুকাশ্মীরের কিশতওয়ারে পুরোদমে চলছে উদ্ধারকাজমেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে অনুসন্ধানতল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশস্থানীয় প্রশাসনহড়পা বানে ইতিমধ্যেই ৬০ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা বহু।

এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি। আগামী ১৯ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায়। এই সময়ে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের আশঙ্কার কথাও জানানো হয়েছে। জম্মু, রিয়াসি, উধমপুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা এবং কাঠুয়া, ডোডা, কিশতওয়ার, রামবান জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!