দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী শামিম আহমেদের। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
এর আগে এই একই ইস্যুতে আগেও একটি মামলা দায়ের হয়। দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত এই মামলা করেন। সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়। সেই মামলাতে অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্ট আগেই দিলেও মামলা এখনও জারি রয়েছে। তাই নতুন মামলার সঙ্গে সেই মামলারও শুনানির সম্ভাবনা।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে শুরু হয় অনুদান পর্ব। শুরুর বছর থেকেই এই অনুদান দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ে সরকার। প্রশ্ন ওঠে কেন সরকার টাকা দেবে? তবে সেই সব তর্ক-বিতর্ক পিছনে রেখেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক। চলতি বছর ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য়, গত বছর (২০২৪) আরজি করের ঘটনা নিয়ে উত্তাল হয় বঙ্গ রাজনীতি। চিকিৎসক-সাধারণ নাগরিকদের আন্দোলন নিয়ে তোলপাড় হয় বাংলা।বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ হয়েছিল। সেই আবহের মধ্যেই হয়েছিল দুর্গাপুজো। তখনও বহু ক্লাব ফিরিয়ে দিয়েছিল সরকারি অনুদান।