কলকাতা, ১৪ আগস্ট : বুধবার রাতে ইতালির উদিনেতে প্যারিস সেন্ট জার্মেই ও টটেনহ্যামের মধ্যে সুপার কাপ ম্যাচ শুরুর আগে উয়েফা মাঠে বড় একটি ব্যানার প্রদর্শন করে। তাতে লেখা ছিল ‘শিশু হত্যা বন্ধ করুন, বেসামরিক (আমজনতা)–কে হত্যা বন্ধ করুন’। ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদের মৃত্যুর পর নীরব প্রতিক্রিয়ার জন্য সমালোচনার মুখে পড়ে উয়েফা। এরই মধ্যে এই বার্তা দিল ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফা সামাজিক মাধ্যমে জানায়, ‘বার্তাটি জোরালো এবং পরিষ্কার। একটি ব্যানার। একটি আহ্বান।’ খেলা শুরুর আগে ফিলিস্তিন, আফগানিস্তান, ইউক্রেন ও ইরাকের নয়জন শিশু এই ব্যানার হাতে মাঠে নামে।