Country

9 hours ago

Mamata Banerjee: মমতার সম্পত্তি ১৫ লক্ষ, চন্দ্রবাবুর ৯৩১ কোটি! মুখ্যমন্ত্রীদের ধনসম্পত্তির চমকপ্রদ তালিকা প্রকাশ এডিআর রিপোর্টে

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে কম সম্পত্তির মালিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর সদ্য প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুসারে, মুখ্যমন্ত্রী মমতার মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫.৩৮ লক্ষ টাকা, যার পুরোটাই  অস্থাবর সম্পত্তি—মূলত নগদ টাকা এবং ব্যাংকে জমা। তাঁর নামে কোনও জমি বা বাড়ি নেই। এডিআর-এর বিশ্লেষণটি মূলত মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দেন, তার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তথ্য নেওয়া হয়েছে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা থেকে। 

জানা গেছে, মুখ্যমন্ত্রী হিসেবে বেতন গ্রহণ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, তিনি সংসদের প্রাক্তন সদস্য হিসেবে প্রাপ্ত পেনশনও গ্রহণ করেন না। তাঁর রোজগারের একমাত্র উৎস তাঁর লেখা বইয়ের বিক্রয় এবং গানের রয়্যালটি। বহুবার তিনি নিজেই বলেছেন, ‘আমি যা লিখি বা গান বাঁধি, সেটাই আমার আয়।’ এডিআর রিপোর্ট অনুযায়ী, দেশের প্রায় সব মুখ্যমন্ত্রীই কোটিপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শুধু জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তি কোটির নিচে রয়েছে। ওমরের মোট সম্পত্তির পরিমাণ ৫৫.২০ লক্ষ টাকা। তবে দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী হিসাবে রিপোর্টে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু  নায়ডুর নাম। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩২ কোটি টাকা। যার ৫৭ শতাংশই রয়েছে নায়ডুর কাছে। ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। মোট ৩৩২ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। এই  তালিকায় তৃতীয় স্থানে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রয়েছেন। তাঁর একায় মোট সম্পত্তির পরিমাণ ৫২ কোটি টাকা। 

সাধারণ জীবনযাপন এবং দুর্নীতিমুক্ত রাজনীতি করার অঙ্গীকার বহুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এডিআর-এর এই রিপোর্ট তাঁর সেই ভাবমূর্তিকে আরও জোরালো করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

You might also like!