জম্মু, ২৪ আগস্ট : আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো প্রবল বৃষ্টি শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের। রবিবার সকালে জম্মুর পাশাপাশি কিশতওয়ার, উধমপুর ও কাঠুয়ায় মুষলধারে বৃষ্টি হয়েছে। কিশতওয়ারের বেশ কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উধমপুর জেলার কিছু অংশেও বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর এই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। এদিকে, জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হল একটি সেতু। জম্মু-পাঠানকোট মহাসড়কের কাছে সাহার খাদ নদীর উপর সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই অঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের কারণে নদীটি উত্তাল হয়ে ওঠে।