জয়পুর, ২৪ আগস্ট : টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন রাজস্থানের একাধিক এলাকা। কোটা, বুন্দি, সওয়াই মাধোপুর, জয়পুর-সহ একাধিক জেলা জলমগ্ন। অচল ট্রাফিক। রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন-চার দিন ধরে আরও বর্ষণ হবে। দৌসায় একদিনে রেকর্ড ২৮৫ মিমি বৃষ্টি হয়েছে। কোটা জেলার সুলতানপুরে বাড়ি ভেঙে মৃত এক মহিলা, গুরুতর আহত স্বামী। নাগৌর ও দৌসায়ও ভাঙা ঘরের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। ইতিমধ্যেই উদয়পুরের হাসপাতাল পর্যন্ত জলে ডুবে গিয়েছে।উদ্ধারে নেমেছে সেনা। হেলিকপ্টার নামিয়ে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। ধৌলপুরে নদী ফুঁসছে বিপদসীমার অনেকটা উপর দিয়ে।