Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

Entertainment

2 hours ago

War 2:অ্যাডভান্স বুকিংয়ে হু হু করে ‘ওয়ার ২’, নতুন প্রোমোতে আরও বাড়ল উত্তেজনা

War 2 advance booking
War 2 advance booking

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে মেগা বাজেট ছবি ‘ওয়ার ২’। হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের জুটি দর্শকদের মুখোমুখি করার অপেক্ষায় রয়েছে। ছবিতে কিয়ারা আডবানির মারকাটারি লুকও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। মুক্তির অনেক আগেই শুরু হয়েছে এই মেগা বাজেট ছবির অ্যাডভান্স টিকিট বুকিং। পাশাপাশি, যশরাজ ফিল্মসের ব্যানারে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটির নতুন প্রোমো প্রকাশ পেয়ে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

ইতিমধ্যেই দেশের মোট হিন্দি ভাষায় এই ছবি ৫০০০টি সিনেমাহলে শো পেয়েছে। বক্স অফিসে এই ছবি বিপুল সাফল্য পাবে বলেই আশা রাখছেন বিশেষজ্ঞরা। যদিও হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও মালয়লম ভাষায় মুক্তি পাবে এই ছবি।কাজেই বলা যায় সবমিলিয়ে এই ছবি নিয়ে দর্শকমহলে এক আলাদা প্রত্যাশা রয়েছে। অন্যদিকে ছবি মুক্তির মাত্র কয়েকদিন আগেই তাতে রীতিমতো কাঁচি চালালো সেন্সরবোর্ড। ‘ওয়ার ২’ ছবিতে বড়সড় পরিবর্তন এনেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

ইতিমধ্যেই ছবির মোট ছ’টি দৃশ্যে কাটছাঁট করা হয়েছে। যা অডিও ও ভিজ্যুয়াল দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। ছবির গান ‘আওয়ান জাওয়ান’ থেকে কমানো হয়েছে কিয়ারার বিকিনি পরা দৃশ্য। প্রায় নয় সেকেন্ড কমানো হয়েছে সেই দৃশ্য। আর এই খবর ছড়িয়ে পড়ার পরেই রীতিমতো মন ভেঙেছে অনুরাগীদের। ছবির বিষয়বস্তুর উপর জোর দেওয়া হয়েছে ও সেভাবেই ছবি থেকে বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে ছবির টিমের তরফে। এখন দেখার ‘ওয়ার ২’ এসবের পরেও ঠিক কতটা দর্শক মনে ছাপ ফেলতে পারে।



You might also like!