Country

1 month ago

Atal Bihari Vajpayee death anniversary: প্রয়াণ দিবসে বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

PM Modi,President Droupadi Murmu pays tributes to Vajpayee
PM Modi,President Droupadi Murmu pays tributes to Vajpayee

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : প্রয়াণ দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল সমগ্র দেশ। শনিবার সকালে বাজপেয়ীর সমাধিস্থল 'সদাইভ অটল'-এ প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। এছাড়াও 'সদাইভ অটল'-এ প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। যথোচিত মর্যাদার সঙ্গে এদিন পালিত হয়েছে বাজপেয়ীর প্রয়াণ দিবস। প্রধানমন্ত্রী মোদী শনিবার সকালে এক্স মাধ্যমে লেখেন, "সমস্ত দেশবাসীর পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। দেশের সর্বাত্মক উন্নয়নের প্রতি তাঁর নিষ্ঠা এবং সেবার মনোভাব সকলকে একটি বিকশিত ও আত্মনির্ভর ভারত গঠনে অবদান রাখতে অনুপ্রাণিত করে।"

You might also like!