Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Entertainment

4 hours ago

Arjun Tendulkar Sania Chandok:"অর্জুন তেন্ডুলকরের বাগদান সানিয়ার সঙ্গে সম্পন্ন, ক্রিকেট মহলে শুভেচ্ছার বন্যা"

Sachin Tendulkar son engagement
Sachin Tendulkar son engagement

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সচিন তেন্ডুলকরের পরিবারে আনন্দের হাওয়া—এবার নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। কিংবদন্তি ক্রিকেটারের পুত্র অর্জুন তেন্ডুলকর বাগদান সেরে ফেলেছেন, আর এই খবর ইতিমধ্যেই দেশের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পাত্রী সানিয়া চান্দোক। বিশ্ব ক্রিকেটে বাবার মতোই অর্জুনও সক্রিয়—ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের বদলে বর্তমানে গোয়ার হয়ে খেলেন, আর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার সুযোগও পেয়েছেন। তবে এবার ক্রিকেটের বাইরেও জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখলেন তিনি।

তেন্ডুলকর পরিবারের তরফে সরকারি ভাবে কিছু ঘোষণা হয়নি। তেমনই সানিয়া চান্দোকের পরিবারের তরফেও। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর গাঁটছড়া বেঁধেছেন মুম্বইয়ের উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়ার সঙ্গে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। রিপোর্টে দাবি, অর্জুন এবং সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছে একটি ঘরোয়া অনুষ্ঠানে। খুব কাছের লোকজনই উপস্থিত ছিলেন এই বাগদান অনুষ্ঠানে। বন্ধু, আত্মীয় এবং দুই পরিবারের উপস্থিতিতে বাগদান হয়েছে।
অর্জুন তেন্ডুলকরের সঙ্গে সানিয়ার দীর্ঘ পরিচয় বলেই খবর। বোন সারার সঙ্গেও সানিয়ার পরিচয় খুব ভালো। ফলে এই খবর একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। অপেক্ষা শুধু সরকারি ভাবে দুই পরিবারের তরফে জানানোর! সোশ্যাল মিডিয়া অবশ্য তার অপেক্ষায় নেই। অর্জুন এবং সানিয়ার ছবি পোস্ট করে অনেকেই অবাক রিয়্যাকশন দিয়েছেন।

মুম্বইয়ের বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার বর্তমানে খেলেন গোয়ার হয়ে। প্রথম শ্রেনির ক্রিকেটে ১৭টি ম্যাচ খেলেছেন অর্জুন। ৩৭টি উইকেট নিয়েছেন। তেমনই ৫৩২ রান করেছেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন ২৪টি ম্যাচ। লিস্ট এ ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স খুব খারাপ নয়।

You might also like!