Country

1 month ago

Kiren Rijiju: রাহুল গান্ধীর উন্নতির জন্য এমন কোনও ওষুধ নেই,কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার রিজিজু বলেছেন, রাহুল গান্ধীর উন্নতির জন্য আমার কাছে এমন কোনও ওষুধ নেই। নির্বাচন কমিশন সম্পর্কে একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের ভোট কারচুপির অভিযোগও এনেছেন রাহুল। এরই পরিপ্রেক্ষিতে রাহুলকে কটাক্ষ করে বৃহস্পতিবার রিজিজু বলেছেন, "সুপ্রিম কোর্টের মন্তব্যের পর তাঁর জ্ঞান ফিরে আসা উচিত। কংগ্রেসেও কিছু বুদ্ধিমান মানুষ আছে; সবাই রাহুল গান্ধীর মতো নয়। তাঁদের একত্রিত হয়ে রাহুল গান্ধীকে কিছু জ্ঞান দেওয়া উচিত।"

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আরও বলেছেন, "বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক শিখ সম্প্রদায়ের যুবকদের সঙ্গে একটি মতবিনিময়ের আয়োজন করেছে। আমরা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছি, যার আওতায় শিখ যুবকদের জন্য কর্মসূচি অত্যন্ত সফল। তাঁরা আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর অতিথি হিসেবে লাল কেল্লায় যাবেন। আজ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সহায়তায় দিল্লি শিখ গুরুদ্বার ব্যবস্থাপনা কমিটি আয়োজিত দক্ষতা কর্মসূচির মতো একটি কর্মসূচি স্বাধীন ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।"


You might also like!