Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Life Style News

3 hours ago

Beauty tips for nails:সময় নেই পার্লারে যাওয়ার? ঘরোয়া যত্নেই পাবেন আকর্ষণীয় নখ

attractive nails at home
attractive nails at home

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :অফিসের চাপের সঙ্গে ঘরের কাজসব মিলিয়ে অনেক সময়ই পার্লারে যাওয়ার সুযোগ থাকে নাফলে হাতের যত্নও ঠিক মতো হয় না, ম্যানিকিউরের তো প্রশ্নই ওঠে নাএতে অস্বস্তি বোধ করেন অনেক গৃহিণীতবে চিন্তার কিছু নেইকয়েকটি সহজ ঘরোয়া কৌশলেই ঘরে বসে হাতকে রাখা যায় নরম আর সুন্দরপার্লারে না গিয়েও হাতের যত্ন এখন একেবারেই সহজ।

* দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে প্রথমেই তা ছেড়ে দিন।

* ভুল করে নখ দিয়ে কোনও লেবেল ছেঁড়ার চেষ্টা করবেন না। তাতে নখ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়

* এবড়ো খেবড়ো নখ হাতের সৌন্দর্য নষ্ট করে। তাই প্রথমে হাতের নখ সমান করে কেটে ফেলুন। ফাইল দিয়ে ঘষে নিতেও পারেন।

* নখের আশপাশ যেন শুষ্ক না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। কিউটিকল অয়েল কিংবা হ্যান্ড ক্রিম দিয়ে মাসাজ করুন। এরপর একটি নরম তোয়ালে দিয়ে হাত মুছে নিন।

* প্রতিদিন হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। তাতে হাতের ত্বকের পাশাপাশি নখের আশপাশও শুষ্ক হয় না।

* বাসন মাজার ফলে নখের ক্ষতি হয়। অনেক সময় কোণ থেকে ভেঙে যায়। কিংবা ঔজ্জ্বল্য নষ্ট হয়। নিজের নখের সুরক্ষায় বাসন মাজা কিংবা জামাকাপড় কাচার আগে গ্লাভস ব্যবহার করুন।
* একটানা
বেশিদিন কোনও নেলপলিশ পরে থাকবেন না। তাতে নখের রং বদলে যাওয়ার সমস্যা তৈরি হয়। তাই নেলপলিশ মাঝে মাঝে তুলে ফেলুন। ‘ব্রেক’ দিন নখকে। তাতে নখের স্বাস্থ্যোন্নতি হবে।

* শুধু নখ কিংবা হাতের যত্ন নিলে হবে না। নখের ভঙ্গুরতা কমাতে অবশ্যই খাদ্যতালিকার দিকে বিশেষ নজর দিন। বায়োটিন, ভিটামিন ই, আয়রন সমৃদ্ধ খাবার খান। বেশি করে জল এবং অবশ্যই ফল খান। তাতে নখ আরও শক্ত হবে। আচমকা ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পান।

You might also like!