Country

1 month ago

Amit Shah tribute martyrs:অমর শহিদদের স্বপ্ন বাস্তবায়নের ডাক অমিত শাহর

Amit Shah martyr dreams
Amit Shah martyr dreams

 

নয়াদিল্লি, ১৫ আগস্ট : “আসুন, আমরা সকলে মিলে স্বাধীনতা সংগ্রামের অমর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করি। প্রতিটি ক্ষেত্রে একটি উন্নত, আত্মনির্ভর এবং সেরা ভারত গঠনে আমাদের সর্বোচ্চ অবদান রাখার শপথ নিই।”

শুক্রবার এভাবেই ভারতের স্বাধীনতা দিবসের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্সবার্তায় তিনি লিখেছেন, “সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতা আন্দোলনে সর্বস্ব উৎসর্গকারী স্বাধীনতা সংগ্রামীদের আমি প্রণাম জানাই। সেই সাথে, দেশের ঐক্য, অখণ্ডতা এবং আত্মসম্মানের জন্য দিনরাত পরিশ্রমকারী বীর সৈনিকদেরও প্রণাম জানাই।”

You might also like!