International

2 hours ago

Lord Swraj Paul dies: প্রয়াত প্রবাসী ভারতীয় শিল্পপতি লর্ড স্বরাজ পল

NRI industrialist Lord Swraj Paul
NRI industrialist Lord Swraj Paul

 

লন্ডন, ২২ আগস্ট : প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি লর্ড স্বরাজ পল৷ জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে ৯৪ বছর বয়সে এই প্রবাসী ভারতীয় শিল্পপতির জীবনাবসান হয়েছে ৷ দিন কয়েক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অনেকে৷

আদতে জলন্ধরের বাসিন্দা স্বরাজ ছয়ের দশকে ছোট মেয়ের ক্যানসরের চিকিৎসা করাতে লন্ডনে গিয়েছিলেন ৷ কিন্তু তাতেও কাজের কাজ হয়নি৷ মাত্র চার বছর বয়সেই অম্বিকার মৃত্যু হয়৷ এরপর সেখানেই থেকে যান৷ পরে তৈরি করেন অম্বিকা পল ফাউন্ডেশন নামে একটি সংস্থা৷ শিশুদের চিকিৎসা-সহ নানা ব্যাপারে সাহায্য করে এই সংস্থা৷

ব্রিটেনের ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বরাজ পল। ব্রিটেন, উত্তর আমেরিকা, ভারত, পশ্চিম এশিয়া-সহ বিশ্বের ৪০টি জায়গায় এই সংস্থার কার্যালয় রয়েছে। শুধু শিল্পপতি হিসাবে নয়, ‘হাউস অফ লর্ডস’-এর সক্রিয় সদস্য হিসাবেও পরিচিত ছিলেন স্বরাজ। বাণিজ্য, শিক্ষা বা নতুন নতুন উদ্যোগ নিয়ে তাঁর কাজ সমাদৃত। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে তাঁর জনহিতকার কাজ বহুল আলোচিত। এক সময় লন্ডন চিড়িয়াখানা বন্ধের কথা ওঠে, সেই সময় অনেকের মতো তা বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বরাজ। দেশ থেকে এত দূরে থাকলেও ভারতের সঙ্গে কোনওদিন মানসিক দূরত্ব বাড়তে দেননি ৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সুস্পর্কের কথা সর্বজবিদিত ৷ ইংল্যান্ড গেলে ভারতের বহু বিশিষ্ট রাজনৈতিক নেতাই তাঁর সঙ্গে দেখা করতেন ৷

You might also like!