কাটরা, ৩১ আগস্ট : ভারী বৃষ্টি ও খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে রবিবারও স্থগিত রয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা। সাম্প্রতিক বিপর্যয় ও খারাপ আবহাওয়ার কারণে রবিবার পঞ্চম দিনের জন্যও স্থগিত রয়েছে শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা। ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে।
হড়পা বানে বিপর্যস্ত রামবানের রাজগড় এলাকার বিভিন্ন স্থান। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ-এর ৮৪ নম্বর ব্যাটেলিয়ন, সিআরপিএফ-এর ২৩৯ নম্বর ব্যাটেলিয়ন, ইউটিডিআরএফ ও অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এসএসপি রামবানের মতে, এখনও পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।