Country

18 hours ago

Delhi rally 2025:দিল্লিতে সাইকেল সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ মনসুখ মান্ডভিয়ার

Mansukh Mandaviya bicycle rally
Mansukh Mandaviya bicycle rally

 

নয়াদিল্লি, ৩১ আগস্ট : কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার সকালে দিল্লিতে ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেলের বিশেষ জাতীয় ক্রীড়া দিবস সংস্করণ উপলক্ষ্যে সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন। বিপুল উৎসাহের সঙ্গে দিল্লির রাজপথে আয়োজিত এই সাইকেল র‍্যালিতে বহু মানুষ অংশগ্রহণ করেন।

'ফিট ইন্ডিয়া - সানডেস অন সাইকেল'-এর বিশেষ জাতীয় ক্রীড়া দিবস সংস্করণে যোগদানের সময় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, "জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে তিন দিনের জাতীয় ক্রীড়া উৎসব পালিত হচ্ছে। প্রথম দিনে, সারা দেশে লক্ষ লক্ষ মানুষ খেলাধুলার বার্তা প্রচারের জন্য এক ঘণ্টার জন্য খেলার মাঠে উপস্থিত হয়েছিলেনদ্বিতীয় দিনে, দেশব্যাপী ২০০টিরও বেশি স্থানে ক্রীড়া সম্মেলনের আয়োজন করা হয়েছিলতৃতীয় দিনে, সারা দেশে ১০,০০০টিরও বেশি স্থানে 'সানডেস অন সাইকেল' অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।"

You might also like!