কলকাতা, ২৫ আগস্ট : বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে ঝড়-বৃষ্টি আপাতত থামছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও রয়েছে বর্ষণের পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। আবার পুরুলিয়া, দিঘার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে রাজ্যে ঝড়-বৃষ্টি আপাতত চলবে।
বিগত কয়েকেদিনের মতো সোমবারও আকাশের মুখভার, হালকা বৃষ্টিও হয়েছে বিভিন্ন জেলায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র। আপাতত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে।