নয়াদিল্লি, ৩১ আগস্ট: মন কি বাত অনুষ্ঠানে কাশ্মীরে দিন-রাত ক্রিকেট ম্যাচের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১২৫-তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, "বন্যা ও বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের মধ্যেই জম্মু ও কাশ্মীর দু'টি অত্যন্ত বিশেষ প্রাপ্তিও অর্জন করেছে। খুব বেশি মানুষ এসব লক্ষ্য করেনি। তবে আপনারা সেই প্রাপ্তিগুলি সম্পর্কে জেনে খুশি হবেন। পুলওয়ামার একটি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। পুলওয়ামার প্রথম দিবা-রাত্রির ক্রিকেট ম্যাচ এখানে খেলা হয়েছিল। আগে এটি অসম্ভব ছিল, কিন্তু এখন আমার দেশ বদলে যাচ্ছে। এই ম্যাচটি 'রয়্যাল প্রিমিয়ার লিগ'-এর একটি অংশ যেখানে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন দল অংশগ্রহণ করছে।"