Country

3 hours ago

Impose 100% tariffs on US: আমেরিকার ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানো উচিত, অরবিন্দ কেজরিওয়াল

Aam Aadmi Party (AAP) national convener Arvind Kejriwal
Aam Aadmi Party (AAP) national convener Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ২৮ আগস্ট  : আমেরিকার ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানো উচিত ভারতের এমনটাই দাবি জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী আমাদের পিছনে কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা সমগ্র দেশের কৃষকদের সঙ্গে এক বিরাট বিশ্বাসঘাতকতা।

সম্প্রতি, ট্রাম্প ও আমেরিকার চাপে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আমেরিকা থেকে ভারতে আসা তুলার উপর এখনও পর্যন্ত ১১% শুল্ক ছিল, গত কয়েকদিনে, মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা থেকে আসা তুলার উপর আরোপিত ১১% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এখন, ১৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪০ দিনের জন্য আমেরিকা থেকে আসা তুলার উপর কোনও শুল্ক আরোপ করা হবে না। এখন, আমেরিকা থেকে আসা অথবা আসা শুরু হওয়া তুলা, ভারতীয় কৃষকদের তুলার তুলনায় ভারতে গড়ে ১৫-২০ টাকা সস্তা।"

৫০% মার্কিন শুল্কের বিষয়ে, এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০% শুল্ক আরোপ করে থাকেন, তাহলে আমাদেরও আমেরিকার উপর ১০০% শুল্ক আরোপ করা উচিত।" এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমরা প্রধানমন্ত্রী মোদীর কাছে দাবি জানাচ্ছি, তুলার উপর ১১% আমদানি শুল্ক প্রত্যাহারের এই আদেশ অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং আমেরিকা থেকে আসা তুলার উপর আবার ১১% আমদানি শুল্ক আরোপ করা উচিত এবং আমাদের দেশের কৃষকদের বাঁচানো উচিত।"

You might also like!