Entertainment

2 hours ago

Vishal and Sai Dhanshika: তামিল তারকা বিশাল ও সায়ী ধনশিকার বাগদান, জন্মদিনেই বন্ধুত্ব থেকে প্রেমে পরিণতি!

Vishal and Sai Dhanshika shared a joint post on Instagram
Vishal and Sai Dhanshika shared a joint post on Instagram

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি ও অভিনেত্রী সায়ী ধনশিকা অবশেষে তাদের দীর্ঘ দিনের বন্ধুত্বকে নতুন রূপ দিলেন—বাগদানে আবদ্ধ হয়ে। এই বিশেষ মুহূর্তটি আয়োজিত হল বিশালের ৪৮তম জন্মদিনে অর্থাথাতশে আগস্ট এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে  এই বাগদান অনুষ্ঠানটি তামিল চলচ্চিত্র অঙ্গনে ও অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

বিশাল ও ধনশিকা বাগদানের পর সামাজিক মাধ্যমে তাদের আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রামে বাগদান অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করে বিশাল লেখেন: "আমার জন্মদিনে শুভেচ্ছা ও আশীর্বাদ করার জন্য এই মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে আসা সকল প্রিয়জনকে ধন্যবাদ। আজ আমাদের পরিবারের  উপস্থিতিতে  ধনশিকা-এর সঙ্গে আমার বাগদানের সুসংবাদটি আপনাদের মাঝে ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইতিবাচক এবং ধন্য বোধ করছি। সবসময়ের মতোই আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করছি।" 

তামিল অভিনেতা বিশাল ও অভিনেত্রী সায়ী ধনশিকা তাঁদের বাগদান অনুষ্ঠানে পরিধান করেন ঐতিহ্যবাহী পোশাক, যেখানে এক আন্তরিক ও ঘনিষ্ঠ পরিবেশে তাঁদের আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে দেখা যায়। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলিতে নবদম্পতিকে ঘিরে রয়েছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। একটি ছবিতে  স্পষ্টভাবে দেখা যাচ্ছে, বিশাল ও ধনশিকা একে অপরকে আংটি পরিয়ে দিচ্ছেন, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে। সূত্র অনুযায়ী, বিশাল ও ধনশিকার মধ্যে দীর্ঘ ১৫ বছরের বন্ধুত্ব রয়েছে। সময়ের সঙ্গে সেই সম্পর্কই এবার পরিণতি পেল বাগদানে। 

সায়ী ধনশিকা, বয়স ৩৫, তাঁর অভিনয় জীবন শুরু করেন ২০০৬ সালে মানথোডু মাঝাইকালাম সিনেমার মাধ্যমে। পরবর্তীতে পেরানমাই (২০০৯), মানজা ভেলু (২০১০), এবং নীল গাভানি সেলাথে (২০১০)-এর মতো ছবিতে তিনি অভিনয় দক্ষতার ছাপ রাখেন। সম্প্রতি তাঁকে দেখা গেছে ২০২৪ সালের ক্রাইম-অ্যাকশন-ড্রামা  "দক্ষিণা" সিনেমায়। অন্যদিকে, বিশাল ২০০৪ সালে চেল্লামে সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর সত্যম (২০০৮), আমবালা (২০১৪), আয়োগ্যা (২০১৯), ও মার্ক অ্যান্টনি (২০২৩)-এর মতো জনপ্রিয় সিনেমায় তিনি মূল চরিত্রে অভিনয় করেন। অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত  কমেডি-অ্যাকশন ছবি মাধ গজা রাজা-তে, যা পরিচালনা করেছেন সুন্দর সি। ওই ছবিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে ছিলেন সান্থানম, অঞ্জলি, ভারলক্ষ্মী শরৎকুমার ও সোনু সুদ।  

বিশাল ও ধনশিকার এই নতুন পথচলা শুধু চলচ্চিত্র অঙ্গনে নয়, তাঁদের ভক্তদের মাঝেও সাড়া ফেলেছে। সামাজিক মাধ্যমে তাঁদের অনুরাগীরা এই জুটির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।


You might also like!