দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বর্ষা এলেই ঘরের প্রতিটি কোণার যত্ন বাড়িয়ে দিতে হয়। যতই ঝকঝকে পরিষ্কার করুন না কেন, স্যাঁতস্যাঁতে আবহাওয়া ঘরে এক ধরনের ভ্যাপসা গন্ধ তৈরি করে। এই বিরক্তিকর গন্ধ দূর করতে বাজারের কৃত্রিম রুম ফ্রেশনার নয়, বরং ঘরোয়া উপায়ে তৈরি করুন প্রাকৃতিক সুগন্ধি। এতে যেমন ক্ষতিকর কেমিক্যালের ঝুঁকি থাকবে না, তেমনই আপনার ঘর ভরে উঠবে মনপসন্দ সুবাসে।
বাড়ির পুজোয় ব্যবহৃত কর্পূর দিয়ে বানাতে পারবেন এই সুগন্ধি। পরিষ্কার সুতির কাপরে কর্পূর রেখে তা আপনার আলমারির মধ্যে রেখে দিন। পোকামাকড় হওয়া থেকে শুরু করা জামাকাপড়ে ভ্যাপসা গন্ধ, এসবকিছু থেকেই মুক্তি পাবেন।
ঘর মোছার সময় কর্পূরের টুকরো গুঁড়ো করে নিয়ে ঘর মোছার জলে দিয়ে তা দিয়ে বাড়ি পরিষ্কার করলেই সুবাসিত হবে আপনার গেরস্থালি।
আপনার স্নানঘরে ভ্যাপসা গন্দ বা দুর্গন্ধ থেকে রেহাই পেতেও ব্যবহার করতে পারেন কর্পূর। কোনও রাসায়নিক উপাদান ব্যবহার না করে আপনার স্নানঘরের কোনায় একটি বাটিতে কর্পূর রেখে দিন। এতে আপনার স্নানঘরে দুর্গন্ধ দূর হবে।
বসার বা শোবার ঘরেও একইভাবে বিভিন্ন ফুলের পাপড়ির সঙ্গে কয়েকটি কর্পূরের টুকরো রেখে দিলে সুবাসিত হবে আপনার ঘর।