Life Style News

6 hours ago

Durga Puja Fashion Trend: পুজোর সাজে ট্রেন্ডি নথ—কোন পোশাকের সঙ্গে কেমন গয়না পরবেন? রইল স্টাইল টিপস!

Trendy Nath for Puja
Trendy Nath for Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজো মানেই বাঙালির সাজের উৎসব। নতুন পোশাক, সাজগোজ, আর তার সঙ্গে মানানসই গয়না—সব মিলিয়ে পুজোর রূপ অন্য মাত্রা পায়। বছরের বাকি সময়ে হয়তো সময়ের অভাবে বা কর্মব্যস্ততায় জমিয়ে সাজা হয় না, কিন্তু পুজোর পাঁচটা দিন একেবারেই আলাদা। এ সময় নিজেকে রাঙিয়ে তোলার একেবারে সেরা  সুযোগ। আর এবারের ট্রেন্ডে জায়গা করে নিয়েছে এক বিশেষ গয়না—নথ। পাশ্চাত্য পোশাকের পাশাপাশি এখন আবার ট্র্যাডিশনাল গয়নাগুলিও ফিরে আসছে স্টাইলে। নথ তারই একটি নিদর্শন। শুধু শাড়ি নয়, আজকাল জিনস-টপ বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও দারুণ মানিয়ে যাচ্ছে স্টেটমেন্ট নথ। 

• সোনার নথ: পুজোয় বেশিরভাগ মহিলা সাবেকি সাজগোজ পছন্দ করেন। পরনে পাটভাঙা শাড়ির সঙ্গে নাকছাবি না হলে চলে নাকি? তাই ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে সোনার নথ বেছে নিতে পারেন। অষ্টমীর অঞ্জলিতে এই সাজ আপনাকে সকলের থেকে আলাদা করে তুলবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

• অক্সিডাইজড রুপোর নাকছাবি: সোনার দাম হু হু করে বাড়ছে। মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে হলুদ ধাতু। আধুনিক তরুণীর মন কাড়ছে রুপো। বলিউড অভিনেত্রীর মতো অক্সিডাইজড রুপোর নাকছাবি হতে পারে আপনার পুজোর সাজের ইউএসপি। শাড়ি হোক কিংবা কুর্তি বা টপ-জিনসের সঙ্গে এই ধরনের  নাকছাবি মানায়। তাই এবার পুজোর শপিং ব্যাগে এই ধরনের নথ না থাকলে চলবে না। 

• কুন্দন নথ: অষ্টমীর রাতে ভারী সাজগোজ করতে পছন্দ করেন কেউ কেউ। পরনে লেহেঙ্গা কিংবা জমকালো সালোয়ারের সঙ্গে পরতে পারেন কুন্দনের নথ। এই ধরনের নাকছাবির সঙ্গে কানে খুব বেশি ভারী গয়না পরবেন না। 

• রিং নাকছাবি: আপনি কি হালকা সাজ পছন্দ করেন? অল্প ডিজাইনের কুর্তির সঙ্গে তবে এবার পুজোয় বেছে নিন সরু রিং নাকছাবি। সঙ্গে ছোট্ট টিপ পরতে ভুলবেন না। এই সাজ পুজোর মরশুমে পুরুষ হৃদয়ে ঝড় তুলতে বাধ্য। 

• মুক্তোর নাকছাবি: পুজোর সাজে সকলের থেকে আলাদা হতে চান? তবে পুজোর শপিং ব্যাগে অবশ্যই থাক মুক্তোর নাকছাবি। ট্র্যাডিশনাল হোক কিংবা পশ্চিমী পোশাকের সঙ্গে এই ধরনের নাকছাবি দিব্যি মানাবে। তাই আর দেরি কিসের, কেনাকাটি করতে আজই বেরিয়ে পড়ুন। 

• বোহো নাকছাবি: অফিসের মতো পুজোয় সাজগোজের ক্ষেত্রে জিনস-টপ পরতে ভালোবাসেন? তবে পশ্চিমী পোশাকের সঙ্গে পরুন বোহো নাকছাবি। পাথর দেওয়া কিংবা মিনা কারুকাজের বোহো নাকছাবি কালেকশনে না থাকলে কিনে ফেলুন ঝটপট।  

কেনাকাটির টিপস: 

• নথ কিনতে গেলে আগে নিজের মুখের আকার বুঝে নিন—চওড়া মুখে বড় নথ মানায়, ছোট মুখে মিনিমাল ডিজাইন।

• যাঁদের নাক ছিদ্র নেই, তাঁদের জন্য ক্লিপ-অন নথের দারুণ সব অপশন রয়েছে এখন বাজারে।

• পোশাকের রঙ ও নথের ধাতুর মিল করে নিন—সোনালি রঙের শাড়ির সঙ্গে সোনার কাজ, আর রুপোলি বা অক্সিডাইজড অপশন কুর্তি বা ফিউশন পোশাকের সঙ্গে বেশি মানায়।


You might also like!