Country

3 hours ago

Delhi Flood Alert: যমুনার জলে ডুবে দিল্লি, জলস্তর বিপদসীমার ওপরেই

Delhi Flood Alert
Delhi Flood Alert

 

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : যমুনার জলে ডুবে রয়েছে দিল্লির বিভিন্ন এলাকা। শুক্রবার সকালেও বিপদসীমার ওপরেই রয়েছে যমুনার জলস্তর। গত কয়েকদিন ধরে রাজধানীতে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার জলস্তর বেড়েছে। সতর্কতা হিসেবে, নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দিল্লি সরকার সামগ্রিক পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রেখেছে। বাসুদেব ঘাটের আশেপাশের এলাকা জলমগ্ন, পাম্পের সাহায্যে জল বের করার জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে। যমুনা নদীর জল উপচে পড়ায় নয়ডার সেক্টর ১৩৫-এর কিছু অংশও প্লাবিত রয়েছে।

You might also like!