Technology

3 hours ago

TVS Ntorq 150: TVS Ntorq 150 চার নজরকাড়া রঙে বাজারে, বিস্তারিত জেনে নিন!

TVS Ntorq 150
TVS Ntorq 150

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের বাজারে নতুন করে আলোড়ন তুলেছে টিভিএস মোটর কোম্পানির শক্তিশালী স্কুটার *টিভিএস এনটর্ক ১৫৫*। সম্প্রতি বেঙ্গালুরুতে এর এক্স-শোরুম মূল্য ১.১৯ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে।আকর্ষণীয় ডিজাইন, আধুনিক ফিচার এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে এই স্কুটারটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে এটি দুটি ভ্যারিয়েন্ট এবং চারটি ভিন্ন রঙেপাওয়া যাচ্ছে। এর ফলে গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন বেছে নিতে পারবেন।

TVS Ntorq 150-এর রঙের তালিকায় রয়েছে টার্বো ব্লু, নাইট্রো গ্রিন, রেসিং রেড এবং স্টিল্থ সিলভার। তবে সব ভ্যারিয়েন্টে সব রঙ পাওয়া যাবে না। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে রেসিং রেড, স্টিল্থ সিলভার এবং টার্বো ব্লু, আর টপ-স্পেক TFT ভ্যারিয়েন্টে মিলবে নাইট্রো গ্রিন, টার্বো ব্লু এবং রেসিং রেড। এর মধ্যে স্টিল্থ সিলভার রঙটি স্কুটারটিকে দিয়েছে ভিন্ন ও আড়ম্বরহীন লুক, আর বাকি রঙগুলো প্রাণবন্ত ও স্পোর্টি ভিজ্যুয়াল আকর্ষণ যোগ করেছে।

Ntorq 125-এর সফল ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হলেও নতুন Ntorq 150-এ আনা হয়েছে আরও পরিশীলিত ও স্পোর্টি স্টাইলিং। সামনের দিকে LED প্রোজেক্টর হেডল্যাম্প, টি-শেপ টেললাইট এবং এরোডাইনামিক বডি ভেন্টস স্কুটারটিকে দিয়েছে একেবারে আধুনিক লুক। চ্যাসিস আগের মডেলের মতো হলেও তা আরও শক্তিশালী করা হয়েছে, যাতে বাড়তি পাওয়ার সামলাতে কোনো অসুবিধা না হয়। সাসপেনশনে দেওয়া হয়েছে নতুন স্প্রিং রেট, যা উন্নত রাইড অভিজ্ঞতা দেয়। স্কুটারটি চলে 12-ইঞ্চি অ্যালয় হুইলে, যেখানে ফ্রন্ট ডিস্ক ও রিয়ার ড্রাম ব্রেকের সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে যুক্ত হয়েছে সিঙ্গল-চ্যানেল এবিএস।

ইঞ্জিন ও পারফরম্যান্স

Ntorq 150-এর সবচেয়ে বড় শক্তি এর ইঞ্জিন। এতে ব্যবহৃত হয়েছে 149.7cc এয়ার-কুল্ড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে পাওয়া যায় 13 বিএইচপি পাওয়ার এবং 14.2 এনএম টর্ক। এর সঙ্গে যুক্ত রয়েছে CVT অটোমেটিক ট্রান্সমিশন। পারফরম্যান্সের দিক থেকে স্কুটারটি 0-60 কিমি/ঘণ্টা পৌঁছাতে সক্ষম মাত্র কয়েক সেকেন্ডে এবং এর সর্বোচ্চ গতি ধরা হয়েছে 104 কিমি/ঘণ্টা। ফলে শহর বা হাইওয়ে, দুই জায়গাতেই এটি সমান কার্যকর।

ফিচার

ফিচারের দিক থেকে Ntorq 150 বর্তমান 150-160cc সেগমেন্টের সবচেয়ে উন্নত স্কুটারগুলির মধ্যে একটি। এতে রয়েছে সম্পূর্ণ LED লাইটিং সেটআপ, কালার TFT ডিসপ্লে, Bluetooth কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল এবং দুটি রাইড মোড। এছাড়া সেগমেন্ট-ফার্স্ট অ্যাডজাস্টেবল ব্রেক লিভারস স্কুটারটির প্রিমিয়াম অনুভূতি বাড়িয়ে দিয়েছে। টপ-স্পেক TFT ভ্যারিয়েন্টে আরও উন্নত কানেক্টেড টেকনোলজি এবং ওভার-দ্য-এয়ার আপডেটের সুবিধা রয়েছে।

যদিও বাজারে Ntorq 150-এর সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তবুও এটি প্রতিদ্বন্দ্বিতা করবে Yamaha Aerox 155 এবং Hero Xoom 160-এর সঙ্গে। ইতিমধ্যেই স্কুটারের বুকিং শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ডেলিভারি শুরু হবে। টপ-স্পেক TFT ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹1.29 লাখ (এক্স-শোরুম)।

চমকপ্রদ রঙ, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ TVS Ntorq 150 নিঃসন্দেহে তরুণ প্রজন্ম ও স্পোর্টি রাইডারদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠবে। বুকিং শুরু হয়ে যাওয়ায় আগামী দিনে ভারতের রাস্তায় এই নতুন প্রজন্মের স্কুটারের আধিপত্য নিশ্চিত।

You might also like!