দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০০৫ সালে লিওনেল মেসিকে প্রথমবার জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন তিনিই। সেই মেসি হয়তো ইতিমধ্যেই নিজের দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এলএম১০ অবসর নিলে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করা সহজ নয়। তবে আর্জেন্টিনার প্রাক্তন কোচ হোসে পেকারম্যানের মতে, উত্তরসূরি হিসেবে সামনে আসতে পারেন জাতীয় দলেরই এক তরুণ প্রতিভা। মাত্র ১৮ বছর বয়সেই যার উপর বাজি ধরেছেন তিনি।
৭৬ বছর বয়সি কোচ জানিয়েছেন, কে হতে পারেন মেসির উত্তরসূরি। বর্ষীয়ান কোচ মনে করেন, ভবিষ্যতে আর্জেন্টিনার হাল ধরতে পারেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি জানি না এমন কেউ আসবে কি না, যে মেসির জায়গা নিতে পারবে। তবে, মাস্তানতুওনো দুর্দান্ত ফুটবলার। আমার বিশ্বাস, ও ইতিহাস গড়বে। নতুন সময় আসতে চলেছে। এই সময় দলকে সংগঠিত হতে হবে। কিন্তু জেতাবে যে ছেলেটা, সেটা ও-ই।”
সম্প্রতি রিভার প্লেট তারকার সঙ্গে সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব প্রায় দু’বছর ধরে মাস্তানতুওনোকে নিজেদের দলে ভেড়ানোর সুযোগ খুঁজছিল। এমনকী তাঁকে দলে নিতে ঝাঁপিয়েছিল পিএসজি-ও। রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে ধীরেসুস্থে তিনি যোগ দেবেন রিয়ালে। ইতিমধ্যেই তাঁকে বলা হচ্ছে ‘বিস্ময় প্রতিভা’। মাস্তানতুওনোর সৃজনশীল ফুটবল মুগ্ধ করেছে অনেককেই।
পেকারম্যান মেসির উত্তরসূরি হিসাবে মাস্তানতুওনোর নাম বললেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য মনে করেন না মেসির জায়গা কেউ নিতে পারবেন। তিনি বলেন, “না, মেসির উত্তরসূরি কেউ হতে পারে না। হবেও না।” উল্লেখ্য, শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে দেখা যায়, মেসির চোখে জল। তবে মাঠে নেমে পায়ের জাদুতে বিপক্ষকে বোকা বানাতে ভোলেননি। ম্যাচের প্রথম গোলটি আসে তাঁর পা থেকেই। আলতো করে গোলের জালে বল জড়িয়ে দেন ৩৯ মিনিটে। গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে গোলের পরে। ম্যাচের ৮০ মিনিটে ফের গোল করেন লিও। এদিন ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও।