কলকাতা, ৫ সেপ্টেম্বর: অটোচালকদের বিরুদ্ধে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে পুলিশ যথেচ্ছ মামলা করছে এবং জরিমানা আদায় করছে। এই অভিযোগে শুক্রবার দুপুরে বাঘা যতীন মোড়ে অবরোধ শুরু করেন অটোচালকরা। এর জেরে গোলপার্ক-গড়িয়া রুটের অটো চলাচল বন্ধ হয়ে যায়। অটো বন্ধ থাকে গড়িয়া থেকে পাটুলি এবং বাঘা যতীন মোড় থেকে রানিকুঠি রুটেও।
অভিযোগ, যাত্রী তোলার জন্য অটো নিয়ম ভেঙে দাঁড়িয়ে থাকার ফলে যানজট হচ্ছে। অটোচালকদের পাল্টা অভিযোগ, পুলিশ উপযুক্ত কারণ ছাড়াই মামলা করছে।