kolkata

6 hours ago

Tathagata Roy: “দেয়ালে পিঠ ঠেকে গেছে“, মমতাকে কটাক্ষ তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর: “একটা মুখ দিয়ে এত মিথ্যে কথা কী করে বেরোয়?” মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি ১ মিনিট ২ সেকেন্ডের ক্লিপিং যুক্ত করে শুক্রবার এক্সবার্তায় লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু লিখেছেন, “আগে এই কথাগুলো উনি কুনালকে দিয়ে বলাতেন। আর যে কুনাল জেলের গাড়িতে উঠতে উঠতে মমতাকে চোর বলেছিল, সে-ই অম্লানবদনে এগুলো বলত। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, বলে নিজেই হাউ হাউ আরম্ভ করেছেন।”

You might also like!