জয়পুর, ৫ সেপ্টেম্বর : রাজস্থানে টানা বৃষ্টিতে একাধিক জেলায় নদী-নালা উপচে পড়েছে, ব্যাহত হয়েছে সাধারণ জীবনযাত্রা। শুক্রবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে ,উদয়পুর, ডুঙ্গারপুর, বাঁসওয়াড়া ও প্রতাপগড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আরও ২৪ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আজমেরের বাঁধ ভেঙে যাওয়ার প্রায় এক হাজার বাড়িতে জল ঢুকে পড়ে। মানুষজন ছাদে উঠে প্রাণ বাঁচান, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাঁসওয়াড়ায় এ বর্ষায় প্রথমবার মাহী বজাজ সাগর বাঁধের টগ ১৬টি গেট খুলতে হয়।
অন্যদিকে, দৌসায় ১৫ বছর পর শুকিয়ে যাওয়া বানগঙ্গা নদীতে জল আসায় গ্রামবাসীরা ঐতিহ্যবাহী রীতি মেনে তার ‘অভ্যর্থনা’ করে। জয়পুরের এমআই রোডে প্রবল বৃষ্টির পর রাস্তা বসে গিয়ে ১৫ ফুট গভীর ও ১২ ফুট চওড়া গর্ত তৈরি হয়। প্রশাসন দ্রুত ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। টোঙ্ক জেলায় একটি বাড়ির ধসে ভেঙে পড়ার জেরে এক পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে।