নয়াদিল্লি, ২৬ আগস্ট : আম আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হাসপাতাল নির্মাণে অনিয়মের সঙ্গে সম্পর্কিত যুক্ত অর্থ পাচারের মামলায় আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের বাসভবনে মঙ্গলবার তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, হাসপাতাল নির্মাণ কেলেঙ্কারিতে এএপি নেতা সৌরভ ভরদ্বাজের বাসভবন এবং আরও ১২টি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। হাসপাতাল নির্মাণে অনিয়মের সঙ্গে সম্পর্কিত যুক্ত অর্থ পাচারের মামলায় এই তল্লাশি অভিযান।