Country

4 hours ago

Himachal Pradesh rains: বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ; ৭৯৫টি রাস্তা বন্ধ, জারি সতর্কতাও

Heavy rainfall in Himachal Pradesh
Heavy rainfall in Himachal Pradesh

 

শিমলা, ২৬ আগস্ট : এবারের বর্ষায় রীতিমতো বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃষ্টি এতটাই হচ্ছে যে স্বাভাবিক জনজীবন রীতিমতো বিপর্যস্ত, নানা স্থানে ভূমিধসের ঘটনাও ঘটছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে। এযাবৎ হিমাচল প্রদেশে মোট ৭৯৫টি রাস্তা বন্ধ রয়েছে, জারি রয়েছে ভারী বর্ষণের সতর্কতাও। হিমাচল প্রদেশে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় দু'টি জাতীয় মহাসড়ক-সহ ৭৯৫টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে।

পাহাড়ি এই রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত। জলের সমস্যাতেও জর্জরিত সাধারণ মানুষ। এমতাবস্থায় আগামী ২৪ ঘণ্টাও হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাম্বা ও কাংড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। মান্ডিতেও চলবে দুর্যোগ। ভারী বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে প্রশাসনও সতর্ক রয়েছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে বিয়াস নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে।

You might also like!