Entertainment

4 hours ago

Punjabi comedian Jaswinder Bhalla dies: প্রয়াত জনপ্রিয় পাঞ্জাবি কমেডিয়ান–অভিনেতা জসবিন্দর ভাল্লা

Renowned Punjabi actor Jaswinder Bhalla
Renowned Punjabi actor Jaswinder Bhalla

 

মোহালি, ২২ আগস্ট : জনপ্রিয় পাঞ্জাবি কমেডিয়ান এবং অভিনেতা জসবিন্দর ভাল্লা প্রয়াত। শুক্রবার সকালে মোহালির ফর্টিস হাসপাতালে জীবনাবসান। বয়স হয়েছিল ৬৫। প্রবীণ অভিনেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। জসবিন্দর ভাল্লার শেষকৃত্য শনিবার মোহালির বালোঙ্গিতে সম্পন্ন হবে বলে জানা গেছে। পাঞ্জাবের অনেক বিখ্যাত সিনেমায় কাজ করার পাশাপাশি, জসবিন্দর সিং ভাল্লা অনেক কমেডি নাটকেও অভিনয় করেছেন। জসবিন্দর ভাল্লা কেবল পাঞ্জাবেই নয়, সারা বিশ্বে জনপ্রিয়। তিনি 'দুল্লা ভাট্টি' ছবির মাধ্যমে পাঞ্জাবি ছবিতে আত্মপ্রকাশ করেন। তিনি অনেক পাঞ্জাবি ছবিতে কাজ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য 'চক দে ফাট্টে', 'মেল কারাদে রাব্বা', 'ক্যারি অন জাত্তা', 'জাট অ্যান্ড জুলিয়েট', 'ড্যাডি কুল মুন্ডে ফুল' ইত্যাদি। এগুলো জনপ্রিয় হয় দর্শক মহলে।

You might also like!