কেপটাউন, ২২ আগস্ট: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ম্যাচ বণ্টনের পরিকল্পনা জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৫৪টি। এর মধ্যে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়, বাকি ১০টি ম্যাচ নামিবিয়া ও জিম্বাবুয়ে আয়োজন করবে। দক্ষিণ আফ্রিকার আট ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে— জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেন, ইস্ট লন্ডন ও পার্লে। বিশ্বকাপের বিস্তারিত সূচি প্রকাশ করা হবে টুর্নামেন্ট শুরুর আগে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য গোটা বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছে প্রোটিয়া সরকার।
২০০৯ সালে সর্বশেষ আইসিসির বড় টুর্নামেন্ট হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সেটা ছিল চ্যাম্পিয়নস ট্রফি। এর আগে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে হয়েছিল টি–২০ বিশ্বকাপ। তবে এখনও পর্যন্ত তারা কোনও বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। ঘরের মাটিতে এবার তাদের বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ থাকছে । তবে চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে তারা শিরোপা খরা ঘুচিয়েছে।