Game

4 hours ago

Lewandowski age 2025:বৃহস্পতিবার রবার্ট লেভানডফস্কির জন্মদিন

Robert Lewandowski birthday
Robert Lewandowski birthday

 

ওয়ারশ, ২১ আগস্ট : বৃহস্পতিবার ৩৭ তম জন্মদিন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির। শনিবার পেশাদার কেরিয়ারের ৮২৩ তম ম্যাচ খেলেছেন। ৬১০ গোলের পাশাপাশি রয়েছে ১৫৫ অ্যাসিস্ট। এখনও খেলছেন বার্সেলোনায়। সবচেয়ে বেশি ৩৪৪ গোল করেছেন বায়ার্ন মিউনিখের হয়ে। পোল্যান্ডের হয়ে ১৫৮ ম্যাচে ৮৫ গোল করা লেভা দুবারের ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ী।

You might also like!