Game

2 hours ago

Norway football news:নরওয়ে ফুটবল ফেডারেশন: ইজরায়েলের সঙ্গে খেলার লাভ গাজায় মানবিক কাজে দান

Norwegian Football Federation Israel match profits
Norwegian Football Federation Israel match profits

 

জেনেভা, ২১ আগস্ট: নরওয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে যে তাঁরা গাজার মানবিক দুর্দশার প্রতি "উদাসীন থাকতে পারে না" এবং আসন্ন ইজরায়েলের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা থেকে প্রাপ্ত যেকোনও লাভ এই অঞ্চলে কাজ করার জন্য দান করবে। ১১ অক্টোবর অসলোতে নরওয়ে ইসরায়েলের মুখোমুখি হবে।

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লেভনেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, "আমরা বা অন্যান্য সংস্থাগুলি দীর্ঘদিন ধরে গাজার বেসামরিক জনগণের উপর যে মানবিক দুর্ভোগ এবং অসামঞ্জস্যপূর্ণ আক্রমণের শিকার হচ্ছে তাঁর প্রতি উদাসীন থাকতে পারে না।" আমরা এই অর্থ এমন একটি মানবিক সংস্থাকে দান করতে চাই যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচায় এবং মাঠে সক্রিয় জরুরি সহায়তা প্রদান করে," তিনি বলেন।

You might also like!