লিভারপুল, ২০ আগস্ট : গত মরসুমে লিভারপুলকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মহম্মদ সালাহ। করেছিলেন ২৯টি গোল, পাশাপাশি ১৮ গোলে সহায়তা দিয়েছিলেন তিনি। এই পারফরমেনসের পুরস্কার পেলেন সালাহ। তাকে আরেকটি ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা পুরস্কার দিল।
মহম্মদ সালাহর আগে দুটি করে বর্ষসেরার পুরস্কার জিতেছেন রোনাল্ডো, থিয়েরি অঁরি, মার্ক হিউজ, অ্যালেন শিয়েরার, কেভিন ডি ব্রুইনা এবং গ্যারেথ বেল।
পুরস্কার জেতার পর মিশরীয় এই তারকা বলেছেন, ‘মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে এই ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’
এদিকে পুরুষ ফুটবলে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন। ইংল্যান্ড জাতীয় দলের এই ফুটবলার ভিলার হয়ে গত মরসুমে ৫৪ ম্যাচে করেছেন ১৪টি গোল।
এদিকে মহিলাদের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। আর মহিলাদের উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়া স্মিথ।