Country

1 month ago

Modi speech:জাতির উদ্দেশ্যে ভাষণে অপারেশন সিঁদুরের জয়গান মোদীর

Independence Day speech
Independence Day speech

 

নয়াদিল্লি, ১৫ আগস্ট : ৭৯-তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জাতির উদ্দেশ্যে ভাষণে অপারেশন সিঁদুরের জয়গান করেন নরেন্দ্র মোদী। হুঙ্কার দিয়ে তিনি বলেন, শত্রুদের কল্পনার চেয়েও বড় সাজা দিয়েছি। সেনা যা করে দেখিয়েছে তা পাকিস্তান বহুদিন মনে রাখবে। জঙ্গি এবং তাদের মদতদাতাদের আলাদা করে দেখব না। পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না।


You might also like!