জৌনপুর, ১৩ আগস্ট : উত্তর প্রদেশের জৌনপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫ যাত্রী। গুরুতর আহত ৭ জন। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে খেতাসারাই এলাকার গুরানি বাজারে দুর্ঘটনা ঘটে। জনা পঁচিশ যাত্রী নিয়ে বাসটি জৌনপুর থেকে সাহাগঞ্জ যাচ্ছিল।
জেলাশাসক দীনেশ সিং এবং পুলিশ সুপার কৌস্তুভ জেলা হাসপাতালে পৌঁছে আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। জেলাশাসক দীনেশ সিং জানিয়েছেন, দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাস ও ট্রাক দু'টোই দুমড়ে-মুচড়ে যায়। রাতেই সব যাত্রীকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বাসের চালক অন্য লেনে চলে যাওয়ায় ট্রাকের সামনে পড়ে যান। জেলাশাসক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজন ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশু রয়েছে। চিকিৎসা চলাকালীন হাসপাতালে আরও একজন মারা যান।