Country

6 hours ago

Constitution Club Election: কনস্টিটিউশন ক্লাব নির্বাচনে সচিব পদে জয়ী রাজীব প্রতাপ রুডি, অব্যাহত আড়াই দশকের আধিপত্য

Rajiv Pratap Rudy
Rajiv Pratap Rudy

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : বিজেপি সাংসদ রাজীবপ্রতাপ রুডি বনাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। এই দুই বিজেপির নেতার লড়াইকে কেন্দ্র করে রাজধানী দিল্লির কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন আকর্ষণীয় হয়ে উঠলো। ক্লাবের সবচেয়ে শক্তিশালী পদের জন্য লড়াইতে নামেন পদ্ম শিবিরের দুই নেতা। দীর্ঘ আড়াই দশক পরে এমন প্রতিদ্বন্দ্বিতা দেশের অন্যতম অভিজাত ক্লাবে।

২০০০ সাল থেকে কনস্টিটিউশন ক্লাবের সচিব পদে রয়েছেন রুডি। দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার নির্বাচনে, সচিব (প্রশাসন) পদের জন্য রুডি এবং বালিয়ান একে অপরের মুখোমুখি হয়েছিলেন। মঙ্গলবার ভোটগ্রহণ হয়। বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি তাঁর সহকর্মী বিজেপি নেতা সঞ্জীব বালিয়ানকে ১০০ ভোটে পরাজিত করেন। রাজীব প্রতাপ রুডি ৩৯১ ভোট পেয়েছেন। সঞ্জীব বালিয়ান পেয়েছেন ২৯১ ভোট।


You might also like!