Country

2 hours ago

Lalu Prasad Yadav on Shibu Soren:শিবু সোরেনের জীবনাবসান রাজনীতির জন্য বড় ক্ষতি : লালু প্রসাদ যাদব

Shibu Soren demise
Shibu Soren demise

 

পাটনা, ৪ আগস্ট : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। শোকবার্তায় লালু জানিয়েছেন, শিবু সোরেনের জীবনাবসান রাজনীতির জন্য বিরাট ক্ষতি।

সোমবার সকালে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিবু সোরেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে লালু প্রসাদ যাদব বলেছেন, "শিবু সোরেন মারা গিয়েছেন। তিনি দলিত ও আদিবাসীদের একজন মহান নেতা ছিলেন এবং তার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। আমি দুঃখিত। তার আত্মার শান্তি কামনা করি। রাজনীতির জন্য এটি একটি বিরাট ক্ষতি।"


You might also like!